ফিচার ডেস্ক,বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
সামনে মহান বিজয় দিবস। এ উপলক্ষে ছয় দেশপ্রেমী সংগীতশিল্পী বিনা পারিশ্রমিকে যৌথভাবে একটি দেশের গান গেয়েছেন। তাঁরা হলেন সংগীতশিল্পী কাজী শুভ, মিলন, সাফায়েত, অয়ন চাকলাদার, ইভান ইভু ও স্নেহাশীষ ঘোষ।
গানের শিরোনাম ‘দেশপ্রেম’। গানের কথাগুলো এ রকম, ‘দেশপ্রেম মুখে বলে বোঝানোর নয়, দেশপ্রেম বুকে ধারণের বিষয়।’ গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গানটির সুরও করেছেন তিনি নিজেই। গানটির সংগীতপরিচালনা করেছেন রেজওয়ান শেখ।
গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী কাজী শুভ বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘অনেকদিন পর আবারও কোনো দেশের গানে কণ্ঠ দিলাম। গানের কথা ও সুর আমার ভালো লেগেছে। দেশপ্রেম আসলেই বুকে ধারণের বিষয়, মুখে মুখে বলে বোঝানোর নয়। এই গানটি দিয়ে মানুষের মনে যদি এই বোধটুকু জাগ্রত করতে পারি- এতেই আমাদের সার্থকতা।’
গত ২৮ নভেম্বর ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও করা হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা।
গত ৫ ডিসেম্বর সিডি চয়েসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।