, মঙ্গলবার, ৬ জুন ২০২৩

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৩-০৮ ১৬:৪৪:৩২

চট্টগ্রামের লোহাগাড়ায় বিষপান করে গৃহবধুর আত্মহত্যা

কাইছার ইকবাল চৌধুরী, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পশ্চিম তাঁতী পাড়া এলাকায় গত ৬ মার্চ (মঙ্গলবার) রাত সাড়ে ১১টায় বিষপান করে দু’সন্তানের জননী আত্মহত্যা করেছে। নিহত গৃহবধু আমেনা বেগম (৩০) ওই এলাকার প্রবাসী মোঃ ইসহাকের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক কলহকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় ইউপি সদস্য জানান। দীর্ঘ ১০ বৎসর যাবত তারা দাম্পত্য জীবন অতিবাহিত করে আসছে। তাদের সংসারে ১ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে।

তিনি আরো জানান, ঘটনার আগের দিন প্রবাসী স্বামীর সাথে আমেনা বেগম মোবাইল ফোনে কথা বলে। এরপরদিন রাতে সকলের অগোচরে তিনি বিষ পানে আত্মহত্যা করে। টের পেয়ে স্বজন তাকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমেনা বেগম মারা যায় বলে জানা গেছে।

স্থানীয়দের দেয়া তথ্য মতে, ধারণা করা হচ্ছে মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হওয়ায় এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ৭ মার্চ সকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল বিবরণী লিপিবদ্ধ করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com