কাইছার ইকবাল চৌধুরী, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করানো, ছাড়সহ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেয়া, ৮০০ টাকার প্যাকেজে হেলথ চেক-আপ করার সুযোগ মিলবে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে। ৮ মার্চ থেকে আগামী ৭ এপ্রিল এই একমাস প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সুযোগ পাওয়া যাবে।
ইনসাফ বারাকাহ হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মো. সোহরাব আকন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পে রেজিস্ট্রেশনভুক্ত রোগীদের কিডনি সম্পর্কীত ইউরিন আর/ই, এস.ক্রিয়েটিনিন এবং আরবিএস পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করা, ডেন্টাল চেক-আপ ফ্রি করা ও বিভিন্ন অপারেশনে শতকরা ৩০ভাগ পরীক্ষা-নিরীক্ষায় শতকরা ৫০ভাগ ছাড় দেয়া হবে।
১০ জন হতদরিদ্র গরীব রোগীকে ফ্রি অপারেশন করা হবে। কিডনি রোগ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক লাখ লিফলেট বিতরণ এবং ফেস্টুন ও ব্যানার প্রদর্শন করা হবে।
এছাড়া সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য মাত্র ৮০০ টাকায় প্যাকেজে হেলথ চেক-আপ (সিবিসি, এস.ক্রিয়েটিনিন, আরবিএস, ইউরিন আর/ই, ইউএসজি হোল এবডোমেন ) করার সুযোগ থাকবে।
এ সকল সেবা পেতে হাসপাতালটির পক্ষ থেকে ৪৯৩৫০১৮০, ০১৭১৬-৩০৬৬৩১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।