, বুধবার, ২২ মার্চ ২০২৩

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৩-০৮ ১৬:০৩:৩০

ঢাকা মাতাতে আসছে হলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী

বিনোদন ডেস্ক: বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.

হলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী অপরাহ উইনফ্রে এবং জেনিফার লরেন্স। একসঙ্গে হাজির হচ্ছেন তারা ঢাকার দর্শকদের কাছে। দারুণ একটি সপ্তাহ পেতে যাচ্ছেন হলিউডের সিনেমাভক্ত বাংলাদেশি দর্শক।

ওয়াল্ট ডিজনি পিকচার্সের ব্যানারে ৯ মার্চ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক অ্যাডভেঞ্চার সিনেমা ‘আ রিঙ্কল ইন টাইম’। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। জেনিফার লি’র চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন আভা ডুভার্নে। এতে অভিনয় করছেন অপরাহ উইনফ্রে। তার সঙ্গে আরও রয়েছেন ক্রিস পাইন, রিজ উইদারস্পুন ও জ্যাক গ্যালেফিনাকিসের মতো তারকারা।

অন্যদিকে একই দিনে স্টার সিনেপ্লেক্স মুক্তি দিচ্ছে আলোচিত ছবি ‘রেড স্প্যারো’। জেসন ম্যাথিউসের ‘রেড স্প্যারো’ গ্রন্থ অনুসারে ফ্রান্সিস লরেন্স পরিচালিত এ ছবিতে মূল চরিত্রে অর্থাৎ গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন জেনিফার লরেন্স। এছাড়া রয়েছেন জোয়েল এডগার্টন, শার্লট র্যামপ্লিং, জেরেমি আয়রন্স, মেরি-লুইস পার্কারসহ আরও অনেকে।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com