, মঙ্গলবার, ৬ জুন ২০২৩

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৩-০৫ ০৭:৪৯:৩৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে ২ মন্ত্রীর সমবেদনা

নিউজ ডেস্ক,বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে নোয়াখালী এসে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দুই মন্ত্রী।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের টিপু জানান, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে সেতুমন্ত্রীর বাড়ি গিয়ে তারা এই সমবেদনা জানান।

তারা শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি সেতুমন্ত্রীর মা ফজিলাতুন্নেসা বেগমের কবর জেয়ারত করেন।

ফজিলাতুন্নেসা গত সোমবার রাতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে মারা যান।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com