, রোববার, ১১ জুন ২০২৩

রবিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৩-০৫ ০৬:৫৯:২০

নতুন এক মাইলফলক স্পর্শ করে ফেললেন আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

ক্রীড়া ডেস্ক, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দলকে জেতানোর পথে ক্যারিয়ারে ৬০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন লিওনেল মেসি।

রোববার রাতে কাম্প নউয়ে ম্যাচের ২৬তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে চমৎকার বাঁকানো ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন মেসি।

চলতি লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটা ২৪তম গোল। স্পেনের শীর্ষ লিগে চলতি মৌসুমের পাশাপাশি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। বার্সেলোনা ও আর্জেন্টিনা ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতা বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে একটি গোল করেই নতুন এক মাইলফলক স্পর্শ করে ফেললেন আর্জেন্টাইন কিংবদন্তি। ক্লাব এবং জাতীয় দলের হয়ে ইতিমধ্যে তিনি খেলেছেন ৭৪৮ ম্যাচ। এই মাইলফক স্পর্শ করতে রোনালদোর লেগেছিল ৮৫৭ ম্যাচ। ১০৯ ম্যাচ কম খেলেই এই মাইলফলক স্পর্শ করলেন মেসি।

অ্যাটলেটিকোর বিপক্ষে এক গোল করার পর তার ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়াল ৬০০। যার মধ্যে বার্সেলোনার হয়ে তিনি করেছেন ৫৩৯ গোল এবং আর্জেন্টিনার হয়ে করেছেন ৬১ গোল। লা লিগায় গোল করার জন্য সেভিয়ার (২৯ গোল) পরেই লিওনেল মেসির দ্বিতীয় পছন্দ অ্যাটলেটিকো ডি মাদ্রিদ (২৮ গোল)।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com