নিউজ ডেস্ক, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
দই ও আইসক্রিমের স্বাদে এবার বাজারে এলো ‘ইগলু দই’ আইসক্রিম। বাংলাদেশে আইসক্রিম শিল্পখাতে জনপ্রিয় ব্র্যান্ড ইগলু আইসক্রিম প্রতিবছরই নতুন নতুন চমক নিয়ে আসে। ভোক্তা সাধারণের কথা মাথায় রেখে ইগলু তার ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও বাজারে নিয়ে এসেছে নতুন এই আইসক্রিম।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে নতুন এই আইসক্রিমের উদ্বোধন করেন ইগলু আইসক্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম কামরুল হাসান। কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল সেলস ম্যানেজার মাজিদুল হক, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সুমিত চক্রবর্তীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কনফারেন্সে জানানো হয়, ‘ইগলু দই’ আইসক্রিম পাওয়া যাবে ১ লিটার টাব, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৫ টাকা। আর ১২০ মি.লি. কাপ আইসক্রিমের মূল্য ধরা হয়েছে ৪০ টাকা।
ইগলু আইসক্রিমের সংশ্লিষ্টরা আশা করছেন, ইগলু ব্র্যান্ডের অন্যান্য আইসক্রিমের মতো নতুন এই ‘ইগলু দই’ আইসক্রিমও আলোড়ন সৃষ্টি করবে।