, শনিবার, ২৫ মার্চ ২০২৩

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৩-০৪ ১০:২২:০২

জেনে নিন জিরা পানি তৈরির রেসিপি

মাঈনুল ইসলাম, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.

একগ্লাস জিরা পানি জুড়িয়ে দিতে পারে আপনার প্রাণ। এটি ফ্রিজে রেখেও খেতে পারবেন কয়েকদিন। চলুন জেনে নেয়া যাক কিভাবে তৈরি করবেন মজাদার জিরা পানি-

উপকরণ: তেঁতুল- ১০০ গ্রাম, আঁখের গুড়- আধা কাপ, চিনি- ২ টেবিল চামচ, লবণ- স্বাদ মতো, লেবুর রস- ২ টেবিল চামচ, টালা জিরা গুড়া- ১ টেবিল চামচ, পানি- পরিমাণ মতো।

প্রণালি: প্রথমে তেঁতুল পানি দিয়ে গলিয়ে নিতে হবে। ছাঁকনি দিয়ে ছেঁকে নিন তেতুল পানির এই মিশ্রণ। এক কাপ হবে এই মিশ্রণ। এরপর আরেকটি বাটিতে গুড় নিয়ে তাতে এক কাপ পানি দিন। একে একে গুড়, চিনি, লবণ, লেবুর রস নিয়ে একসাথে ভালোভাবে গুলিয়ে নিন এবং ১ লিটার পানি ধরে এমন একটি জগে এই মিশ্রণ ছেঁকে ঢেলে নিন। বার আগেই ছেঁকে রাখা তেঁতুলের মিশ্রণ দিয়ে দিন এই জগে এবং টেলে রাখা জিরা গুড়া দিয়ে দিন। এখন জগ ভর্তি করে ঠান্ডা পানি দিন এবং কিছুক্ষণ ফ্রিজে রাখুন। তৈরি হয়ে গেল মজার পানীয় জিরা পানি।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com