কাইছার ইকবাল চৌধুরী, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
আগামী ৬ মার্চ মুক্তি পাবে চট্টগ্রামের সন্তান জনপ্রিয় নবীন পরিচালক আতিফ আসলাম বাবলুর শর্টফ্লিম “দহন”। ভালোবাসার মাঝে প্রতারণার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই শর্টফ্লিমে।
এ ফ্লিমে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন আতিফ আসলাম রোহান এবং পরাগ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইয়াসমিন, নাস, রিয়া, জুঁতি, নৌশিন, সাগর, ইয়াছিন, ধুপ, রনি। ঢাকার বিভিন্ন এলাকায় চিত্রায়িত হয় শর্টফ্লিমটি। পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের আশা এই শর্টফ্লিমটি বাস্তবতার সাথে মিল রেখে করা হয়েছে বিধায় দর্শক আনন্দের সাথে এটি দেখবেন।
পরিচালক আতিফ আসলাম বাবলু বঙ্গনিউজ টোয়েন্টিফোরকে বলেন, সময়ের উপযোগি করে ফ্লিমটা বানিয়েছি। আশা করছি দর্শক দেখে মজা পাবে। অভিনেতা রোহান বলেন, নিজের আবেগ এবং ভালোবাসা দিয়ে কাজ করেছি, কাজের বিচার করবেন দর্শক।