নিউজ ডেস্ক, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেন, আমরা আয়না দেখে এসেছি। আমাদের নীতি ও দল একটাই। আপনারা আপনাদের মুখ আয়নায় ভালো করে দেখেন। আপনাদের দলে অনেক বহুরূপীর ভিড়। তারা বারবার দল পাল্টায়।
২ মার্চ শুক্রবার বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে নৌপরিবহন অধিদপ্তরের বাস্তবায়নাধীন জিএমডিএসএস এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম স্থাপন প্রকল্পের আওতায় নিঝুমদ্বীপে ২.৪৭ একর জমির উপর ৭.১৬ কোটি টাকা ব্যয়ে লাইটহাউজ ও কোস্টাল রেডিও স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, পৌর মেয়র একেএম ইউছুপ আলী প্রমুখ।