, বুধবার, ২২ মার্চ ২০২৩

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৩-০২ ১৫:৪৯:৪৬

চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সাতকানিয়া প্রতিনিধি: বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.

চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি ডাকাতি ও খুনের মামলায় দন্ডিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ২৭ ফেব্রুয়ারি তারিখে স্বাক্ষরিত এক চিঠিতে এ বরখাস্তের আদেশ দেয়া হয়।

জানা যায়, ২৫ বছর আগে ডাকাতি ও ৩টি খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় গত ২৪ জানুয়ারি জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক সৈয়দা হোসনে আরা কাঞ্চনার ইউপি চেয়ারম্যান রমজান আলীসহ ১৫ জনকে কারাদন্ড দিয়েছেন।

এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে উপসচিব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি ইউএনও কার্যালয়ে এসে পৌঁঁছে। ওই চিঠিতে উপজেলার কাঞ্চনার ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে। আদালত কর্তৃক দন্ডিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ ধারার (১) উপধারা অনুযায়ী মন্ত্রণালয় এ বরখাস্তের আদেশ দিয়েছেন।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com