করোনায় আক্রান্ত হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেও দলে যোগ দেয়া হলো না সাকিবের। অনুশীলন শুরুর আগেই তিনি ছিটকে গেলেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে। কোভিড পজিটিভ হয়ে নিজের বাসায় আইসোলেশনে অভিজ্ঞ এই অলরাউন্ডার।
চট্টগ্রামে সোমবার থেকে দলের অনুশীলন শুরু হলেও বাড়তি ছুটি নিয়ে সাকিব যুক্তরাষ্ট্রে ছিলেন পরিবারের সঙ্গে। দেশে ফেরার পর কোভিড পরীক্ষায় তিনি পজিটিভ হন।
বিসিবির কোভিড প্রোটকল অনুযায়ী কেউ পজিটিভ হলে তাকে ৫ দিন আইসোলেটেড থাকতে হবে। সে ক্ষেত্রে সাকিবের পরবর্তী করোনা টেস্ট হবে আগামী ১৫ তারিখ। এরপরই সিদ্ধান্ত হবে সাকিব খেলতে পারবে কি, পারবে না।