, মঙ্গলবার, ৬ জুন ২০২৩

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০২-১৯ ১১:১০:৩৬

চবিতে পিসিপি সমর্থিত ঘুমন্ত ছাত্রদের ওপর প্রতিপক্ষের হামলায় ৩জন গুরুতর আহত

নিউজ ডেস্ক, বঙ্গনিউ টোয়েন্টিফোর ডটকম.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট এলাকার একটি কটেজের পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) এর ঘুমন্ত ছাত্রদের ওপর অতর্কিত হামলা করেছে প্রতিপক্ষ জেএসএস সমর্থিত গ্রুপের ছাত্ররা।

আহতরা হলেন চবির পালি দ্বিতীয় বর্ষের নিউটন চাকমা, বাংলা চতুর্থ বর্ষের সবিনয় চাকমা ও পালি প্রথম বর্ষের অমিত চাকমা।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ও সিটি এসবিতে দায়িত্বরত ওয়াচার মো: আবুল কালাম জানান, নাহার কুঞ্জ নামের একটি কটেজে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত তিন ছাত্রকে বর্তমানে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হাসপাতালে কর্মরত ডাক্তার আহতদের অবস্থা আশংকাজনক বলেও বঙ্গনিউজ টোয়েন্টিফোরকে জানান।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com