নিউজ ডেস্ক,বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে গুলি করে আহতের ঘটনায় রাকিব ও প্রত্যয় নামে দুই এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারিশ খান জানিয়েছেন, রাকিব ও প্রত্যয় নামে দুই এসএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি এখনও উদ্ধার করা যায়নি। এর আগে শুক্রবার ঘটনার পর আব্দুল হাকিম (১৯) নামে এক তরুণকে আটক করে পুলিশ।
উল্লেখ্য, চেকপোস্টে পুলিশ থামার সংকেত দিলে তারা গুলি করে মোটর সাইকেল ফেলেই পালিয়ে যায়। শুক্রবার বিকেল ৪টার দিকে নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেইট এলাকায় পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। সূত্র: সিটিজি টাইমস।