লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন চুনতি ব্লাড ব্যাংকের ২০২০-২১ এর নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
এতে এডমিন প্যানেলে ৭ জন মুহাম্মদ শাহাব উদ্দীন শিহাব, জুবাইরুল হক,ওমর ফারুক,আমজাদ হোসাইন,হাবিবুর রহমান,সাজ্জাদ হোসাইন,আ.হ.ম.নোমান, মডারেটর ৫ জন মুহিতুল আফনান,ইমরানুল হক,নেজাদ উদ্দীন,নজরুল ইসলাম,হাসিবুল হক দিহান,কার্যকরী সদস্য ১১ জন বখতিয়ার আশিক,আবদুল্লাহ আল মামুন,আজাদ শেখ,সাঈদুল হাসান শুভ,সাখাওয়াত হোসাইন হ্নদয়,হেলাল উদ্দীন নোমান,মঈনুল ইসলাম চৌধুরী,ফয়েজ আহমদ আকিব ,সাইফুল ইসলাম মানিক,এইছ.এম.মোবারক,আবু সাঈদ এবং সহ কার্যকরী সদস্য ৩০ জন ৷
জানা যায়, ২০১৭ সাল থেকে চুনতি ব্লাড ব্যাংক লোহাগাড়া, চট্টগ্রাম শহর, ঢাকা ও কক্সবাজারে নিয়মিত রক্তদান করার পাশাপাশি রক্তদাতা তৈরী করতে বিভিন্ন ক্যাম্পিং পরিচালনা করে আসছে ৷ এই সংগঠনের প্রধান কাজ স্বেচ্ছায় বিনামূল্যে মানবতার সেবাই রক্তদান করা ৷
উল্লেখ্য, এই পরিচালনা কমিটি অনুমোদন দেন সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ নেজাম উদ্দীন,আবু সাঈদ ও শোয়াইবুল ইসলাম ৷
নতুন পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ৷