নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইত্তেপাক পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস এর মমতাময়ী শ্রদ্ধেয় মা তামান্নাহার বেগম(৮৫) গতকাল মঙ্গলবার রাত ১২টায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিয়ুন)।
ওনার মাতৃবিয়োগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করেন।
বিএমএসএফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আব্দুল হাকিম রানা ও সাধারণ সম্পাদক কাইছার ইকবাল চৌধুরী আজ বুধবার এক বিবৃতিতে শোক প্রকাশ করে মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।