কাইছার ইকবাল চৌধুরী:
সাতকানিয়া-লোহাগাড়াবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়াবাসীর গর্ব আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন।
তিনি জানান, রমজান মাস হলো বরকতের মাস। কারণ, রোজা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। পবিত্র রমজান মাসে একজন রোজাদার ব্যক্তি যদি মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।
আমিনুল ইসলাম আমিন আরও বলেন, বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে, সারা বিশ্ব বিপর্যস্ত। ভয়াল এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশও। তাই সাতকানিয়া-লোহাগাড়াবাসী সহ পুরো দেশবাসীর কাছে আমার আহ্বান, নিজ নিজ ঘরে থেকেই ইবাদত-বন্দেগী করুন। পবিত্র রমজানের উছিলায় আল্লাহ যেন সমস্ত দুর্যোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন।
তিনি বলেন, আমি পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানাই।