ঢাকা প্রতিনিধিঃ
যাত্রী সঙ্কটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে আগামী তিন দিনের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলের বিষয়টি নিশ্চিত করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন।
ফ্লাইট বাতিলের কারণ না জানালেও সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে এসব রুটে চরম যাত্রী সঙ্কট দেখা দিয়েছে। তাই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।
বিমানের সিইও মোকাব্বির সাংবাদিকদের জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ঢাকা-বরিশাল-ঢাকা (২২ মার্চ), ঢাকা-যশোর-ঢাকা (২২ মার্চ), ঢাকা-সৈয়দপুর-ঢাকা (২৩ মার্চ), ঢাকা-রাজশাহী-ঢাকা (২৩ মার্চ), ঢাকা-কক্সবাজার-ঢাকা (২১ থেকে ২৩ মার্চ সব ফ্লাইট), ঢাকা-চট্টগ্রাম-ঢাকা (২১ থেকে ২৩ মার্চের সব ফ্লাইট), ঢাকা-সিলেট-ঢাকা (২১ ও ২২ মার্চ)।
এর আগে বুধবার (১৮ মার্চ) অভ্যন্তরীণ রুটের আটটি ফ্লাইট ও নেপালের কাঠমুন্ডুগামী একটি ফ্লাইট বাতিল করে বিমান।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ছিল ২১ মার্চের যশোর, সৈয়দপুর, রাজশাহী, কক্সবাজারের একটি করে ফ্লাইট, ১৯ মার্চের চট্টগ্রামের একটি ফ্লাইট, ১৯ ও ২০ মার্চের সিলেটের ফ্লাইট এবং ২২ মার্চের কাঠমুন্ডুর ফ্লাইট।