আব্দুল কাদের রাজু, চট্টগ্রাম :
বন্দর নগরীর ঝাউতলা স্টেশন রোডস্থ ইয়াকুব আলী সেন্টারে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন গত ৯ই জুলাই অনুষ্ঠিত হয়।
শাখার সত্ত্বাধিকারী মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এজেন্ট ব্যাংকিং শাখাটি উদ্বোধন করেন ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার রিজিউনাল ম্যানেজার মো. নাজমুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহের হোসেন চৌধুরী, চসিক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরন, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রনব চৌধুরী, ডাচ-বাংলার ওআরনিজার রোড শাখা ব্যবস্থাপক এ.বি.এম মারুফ, নাহার এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক রকিবুল হাসান টুটুল, মো. আব্দুল মতিন, এস.এম ইব্রাহীম, ডাচ-বাংলা ব্যাংক ওআর নিজাম রোড শাখার উপ-ব্যবস্থাপক রুবেল সাহা, সাংবাদিক আব্দুল কাদের রাজু প্রমুখ।
উদ্বোধনী শাখায় গ্রাহকরা নির্বিঘ্নে সঞ্চয়, এফডিআর,ডিপিএস ও ঋন সহ সকল ধরনের সেবার ক্ষেত্রে গুনগত মান বজায় রেখে এবং গ্রাহক সন্তুষ্টি ও সুবিধার উপর গুরুত্বারোপ করেন। উক্ত এজেন্ট ব্যাংকিং শাখার সত্ত্বাধিকারী মো. নজরুল ইসলাম উন্নত ও গুনগত মান বজায় রেখে গ্রাহক সেবা প্রদানের ব্যাপারে অঙ্গিকার ব্যক্ত করেন।