নিজস্ব প্রতিনিধিঃ
দিয়ামনি মাল্টিমিডিয়া ও দিয়ামনি কালচারাল এন্ড সোস্যাল ফাউন্ডেশন এর উদ্যোগে “মানব জাতির কর্তব্য ও জাকাতের তাৎপর্য “ শীর্ষক আলোচনা সভা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ, কোরআনের হাফেজদের পাগরী প্রদান ,ঈদের খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
রাজধানীর সেগুন বাগিচার “বাগিচা রেস্টুরেন্টে” গত সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
দিয়ামনি মাল্টিমিডিয়া ও দিয়ামনি কালচারাল এন্ড সোস্যাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সংগঠক মোঃ মনিরুজ্জামান অপূর্বের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, এসপিবিএন -২ এর এসপি মো: সেলিম খান,পপুলার লাইফ ইনস্যুরেন্স এর ডিএমডি ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স ও সংগঠনের সাধারন সম্পাদক মো: নীরব।
ঈদ সামগ্রী বিতরণ শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।