শরিফুল জুয়েল, চট্টগ্রাম: চট্টগ্রামের সামাজিক সেবামূলক সংগঠন “ভলেন্টিয়ার ফর চিটাগং” এর কমিটি গঠন করা হয়েছে। গতকাল নগরীর সিআরবি নামক এলাকায় সংগঠনের সদস্যদের নিয়ে আলোচনা সভায় সংগঠনটির কমিটি গঠন প্রক্রিয়া সম্পূর্ন করা হয়। আলোচনা সভায় শরিফুল ইসলাম জুয়েলকে সভাপতি ও মিজানুর রহমান সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়।
সংগঠনের নব-নির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম জুয়েল বলেন, ‘মানুষ মানুষের জন্য’! সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে তাদের সাহায্য ও সহযোগীতা করা অামাদের দায়িত্ব। অামরা একঝাঁক তরুণ ভলেন্টিয়ার নিয়ে মানব কল্যানে এগিয়ে যাবো।
“ভলেন্টিয়ার ফর চিটাগং” এর নবগঠিত কমিটির তালিকা।
সভাপতি: শরিফুল জুয়েল, সহ-সভাপতিঃ মো. শফিকুল ইসলাম (মাসুদ), সহ-সভাপতিঃ মাসুদ পারবেজ, সহ-সভাপতিঃ মিজানুর রহমান, সহ-সভাপতিঃ সজিব দাশ, সহ-সভাপতিঃ রবিউল হোসেন রনি।
সাধারণ সম্পাদকঃ মো. মিজানুর রহমান (সুমন) সহ-সাধারন সম্পাদকঃ মহি উদ্দিন, সহ-সাধারণ সম্পাদকঃ প্রণব গুপ্ত।
যুগ্ম সম্পাদকঃ মো. নাজিম, যুগ্ন সম্পাদকঃ মো. রাসেল হোসাইন,
যুগ্ন সম্পাদকঃ সাকিব সালমান,
যুগ্ন সম্পাদকঃ এম.এ. অালম শুভ
সাংগঠনিক সম্পাদকঃ জনি বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদকঃ জুনায়েদ হাসান।
প্রচার সম্পাদকঃ নাজিব তারেক, সহ-প্রচার সম্পাদকঃ রিফায়েত হোসেন রাকিব।
দপ্তর সম্পাদকঃ এনামুল হাসান জুয়েল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ মো. সাকিব, সাহিত্য ও প্রকাশনাঃ ফারুক হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ কাইছার ইকবাল চৌধুরী, অর্থ সম্পাদকঃ জালাল অাহম্মেদ সবুজ, ক্রীড়া সম্পাদকঃ নাজমুল নিশাত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদকঃ পাইসানু মারমা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ অনিক নাথ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ ফারজানা ফারজু।
আইন বিষয়ক সম্পাদকঃ রোজি প্রিয়া, মহিলা বিষয়ক সম্পাদকঃ নীলিমা সুলতানা রিয়া, সহ-মহিলা বিষয়ক সম্পাদকঃ নুরজাহান আক্তার কলি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকঃ নাসরিন তমা, ত্রাণ ও দুর্যোগ সম্পাদকঃ জহির উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদকঃ মো. আজিম, শিক্ষা ও পাঠচক্র সম্পাদকঃ শওকত আলী ইমন।
নির্বাহী সদস্যঃ
রেশমী আক্তার, নুর মোহাম্মদ ফয়সাল, রিদোয়ান আহম্মেদ, ওমর ফারুক, নুরুল কবির রানা, আইনুর আক্তার, অনামিকা বড়ুয়া, মো. ওসমান জাবেদ চৌধুরী, বিশ্বজিত চন্দ্র, বিপ্লব কুমার, উগ্যাপ্রু মারমা।
সম্মানিত সদস্যঃ রেজাউল করিম, সৌরভ প্রিয় পাল, হাসান মাহমুদ, মীর শাহীন, আশিক আরেফিন, মো. কবির হোসেন, মোঃ লিপু আজমা ও মোঃ জাবেদ।