কাইছার ইকবাল চৌধুরী, চট্টগ্রাম :
ঢাকা ১৭ জানুয়ারি ২০১৯: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রীর ধানমন্ডিস্থ বাসভবনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
বিএমএসএফ নেতৃবৃন্দ তথ্যমন্ত্রীর কাছে অবিলম্বে সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রনয়ণ করে আইডি নম্বর প্রদান ও ওয়েজবোর্ডের আওতায় আনার দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন, আইন সম্পাদক এ্যাডভোকেট মুহাম্মদ আওলাদ হোসাইন, সেভ দ্যা রোড’র প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, সহ-সভাপতি হেদায়েত উল্লাহ মানিক ও নাজমা সুলতানা নীলা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, সহ-সম্পাদক এসএম জীবন, দফতর সম্পাদক পিনাকি দাস, ঢাকা জেলার সাধারণ সম্পাদক উজ্জল ভুইয়া, সহ-সম্পাদক আনিস লিমন, সাংগঠনিক সম্পাদক আবু বকর তালুকদার ও কবির নেওয়াজ, উপ-প্রচার সম্পাদক দীন ইসলাম, মাসুম তালুকদার, সাইফুল ইসলাম প্রমুখ।
বিএমএসএফ’র পক্ষ থেকে সরকার এবং গণমাধ্যমসমুহকে ১৪ দফা দাবি মেনে নেয়ারও আহবান করা হয়।