নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা আশরাফুন্নেছা মোশাররফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শুক্রবার) এক শোক বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অনুরূপ এক বার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা আশরাফুন্নেছা মোশাররফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. আবদুস সোবহান মিয়া (গোলাপ) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, আশরাফুন্নেছা মোশাররফ আজ (১৮ জানুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।