সাংবাদিকতায় আগ্রহী শিক্ষিত,কর্মঠ, দেশপ্রেমিক ও অভিজ্ঞ অনলাইন এক্সপার্টদের খুঁজছে চকবাজার ২৪ ডটকম। আপনি যদি সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত হতে চান,সংবাদের পেছনের সংবাদ খুঁজে বের করার মত যদি সাহসিকতা থাকে তাহলে যোগদিন আমাদের সাথে।
“সংবাদের কোন সীমানা হয় না,তাই আমরা সীমানা ছাড়িয়ে” এই শ্লোগানকে সামনে রেখে ২৪ ঘন্টার দেশের আনাচে কানাচের সকল খবর প্রচারের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর এর আওতাধীন ১৬টি থানায়-থানা প্রতিনিধি, কলেজ / বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,ফটো সাংবাদিক,বিজ্ঞাপন প্রতিনিধিসহ দেশের প্রতিটি বিভাগীয় শহরে ব্যুরো চীফ, জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেয়া হবে । সকল পদে পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন।
শর্তাবলী ও সুযোগ সুবিধা :
১। অবশ্যই ইন্টারনেট সংযোগসহ স্মার্টফোন থাকতে হবে ।কম্পিউটার/ক্যামেরা থাকলে আরো ভালো।
২। https://chawkbazar24.com/ যেহেতু অনলাইন পত্রিকা সেহেতু প্রতিনিধিদের অনলাইনে সক্রিয় থাকতে হবে।
৩। সংবাদ ও সংশ্লিষ্ট ছবি ই-মেইলে প্রেরণ করতে হবে। সুতুনি এমজে অথবা ইউনিকোড ফরমেটে পাঠানো যাবে।
৪। আবেদনপত্র বাছাই পরবর্তী মনোনীতদের প্রতিনিধি হিসেবে চুড়ান্ত নিয়োগ দেয়া হবে।
৫। প্রতিনিধিদের অফিস থেকে নিয়োগ পত্র, আইডি কার্ড ও ভিজিটিং কার্ড প্রদান করা হবে।
৬। প্রতিবেদন এর মানের উপর ত্রৈমাসিক বিশেষ সম্মানী প্রদান করা হবে।
৭। প্রতিমাসে একজন প্রতিনিধিকে ভালো রিপোর্টের জন্য অফিস কর্তৃক ”বেস্ট রিপোর্টার অব দ্যা মান্থ”পুরুষ্কার দেয়া হবে।
৮।https://chawkbazar24.com/ যেহেতু অনলাইন পত্রিকা সেহেতু প্রতিমাসে সামাজিক যোগাযোগ মাধ্যম্যে সেরা সংবাদ শেয়ারকারীর জন্যও থাকছে আকর্ষনীয় পুরুষ্কার ।
৯।প্রয়োজনে অফিসের দেয়া এসাইনমেন্ট এর ক্ষেত্রে প্রতিনিধিদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে।
১০। প্রতিমাসে https://chawkbazar24.com/ অনলাইন পোর্টালের দুইটি প্রিন্ট পত্রিকা প্রকাশিত হয় ।প্রতিনিধিদের বাছাই করা প্রতিবেদনগুলো প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হবে।
১১। এছাড়া ও থাকছে আরো অন্যান্য সুযোগ-সুবিধা যা চুড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিদের সময় অনুযায়ী নোটিশ আকারে জানানো হবে।
আগ্রহীরা আবেদনপত্র, একটি সমসাময়িক নমুনা রিপোর্ট, এককপি ছবি, ফেইসবুক আইডি সহ বায়োডাটা পাঠান এই ঠিকানায়:chawkbazar24@gmail.com
আমাদের ফেইসবুক পেইজ:https://www.facebook.com/chawkbazar24/
ভিজিট করুন আমাদের ওয়েব সাইট :https://chawkbazar24.com/