, রোববার, ২৮ মে ২০২৩

রবিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-১২-১৩ ০৮:১৭:৩৮

লোহাগাড়ার আধুনগরে বাস্তবায়িত ১৬ টি প্রকল্প উদ্বোধন করলেন: চেয়ারম্যান আইয়ুব মিয়া

আবদুল করিম,বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম : লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়ার নেতৃত্বে আধুনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১৬ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়।

১২ ডিসেম্বর রোজ বুধবার সকাল ১১ টায় এলাকায় বাস্তবায়িত আলহাজ্ব মরহুম আলতাফ মিয়া সড়ক ব্রিক ফ্ল্যাট সলিং রোড় উদ্বোধনের মধ্যো দিয়ে উক্ত উদ্বোধন কার্যক্রম শুরু হয়।

উদ্ভোধনকৃত প্রকল্পসমূহ- আলহাজ্ব মরহুম আলতাফ মিয়া সড়ক ব্রিক ফ্ল্যাট সলিং, আব্দু শুক্কুর আঞ্জুমান আরা সড়ক ব্রিক ফ্ল্যাট সলিং, গারাংগিয়া সড়ক ব্রিক ফ্ল্যাট সলিং, মেহেরুন্নিছা পাড়া সড়ক ব্রিক ফ্ল্যাট সলিং, বিল্লিয়া পাড়া ইছহাক মিয়া সড়ক ব্রিক ফ্ল্যাট সলিং, ক্যামেলিয়া পাড়া পদ্বাবতী সড়ক ব্রিক ফ্ল্যাট সলিং, ফতেহ মুড়া ধামির ঘোনা সড়ক ব্রিক ফ্ল্যাট সলিং, ডাঃ মাহমুদুর রহমান সড়ক ব্রিক ফ্ল্যাট সলিং, আধুনগর সিকদার পাড়া সড়ক ব্রিক ফ্ল্যাট সলিং, হরিনা হাসপাতাল সড়ক ফ্ল্যাট সলিং, হরিনা জতুন মিয়া সড়ক ব্রিক ফ্ল্যাট সলিং, দক্ষিন হরিনা মোস্তাক হাজির পাড়া কবরস্থান সড়ক ব্রিক ফ্ল্যাট সলিং, দক্ষিন হরিনা মাওলানা শফিক আহমদ সড়ক ব্রিক ফ্ল্যাট সলিং, দক্ষিন হরিনা নছু মৌলভী পাড়া শব্বির আহমদ সড়ক, আধুনগর পাল পাড়া পুলিন পালের বাড়ি সড়ক ফ্ল্যাট সলিং, রশিদের ঘোনা এবতেদায়ী মাদ্রাসা সড়ক ফ্ল্যাট সলিং।

উক্ত উদ্বোধন কার্যক্রম অনুষ্টানে উপস্হিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ নাজিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ইউপি মেম্বার শিবু রঞ্জন পাল, সিরাজ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com