, রোববার, ২৮ মে ২০২৩

রবিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-১২-১২ ১২:৪৮:২৫

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা

ইসমাইল হোসাইন সোহাগ, চট্টগ্রাম প্রতিনিধি : চট্রগ্রাম লোহাগাড়া পুটিবিলা ইউনিয়ন আওয়ামী’লীগ কতৃক আয়োজিত আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে প্রস্তুুতি ও কর্মী সভা সম্পন্ন হয়।সভায় বক্তরা বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী হাত’কে শক্তিশালী এবং উন্নায়ন এর ধারা অব্যাহত রাখতে হলে নৌকার জয় সু-নিশ্চিত করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন,
বীর মুক্তিযুদ্ধ মাষ্টার আব্দুস সালাম সাহেব,পুটিবিলা লোহাগাড়া,জিয়াউল-হক চৌধুরী(সাবেক চেয়ারম্যান) লোহাগাড়া উপজেলা,আলহাজ্ব মোঃ ইউনুছ চেয়ারম্যান পুটিবিলা ইউনিয়ন পরিষদ,জনাব বদিউল আলম সাহেব(সভাপতি)পুটিবিলা ইউনিয়ন আওয়ামীলীগ,সাকিল চৌধুরী (সাধারন সম্পাদক)পুটিবিলা ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ জাহাঙ্গীর হোসেন মানিক বিশিষ্ট সমাজ-সেবক ও পরিচন্নাতা রাজনৈতি’বীদ লোহাগাড়া পুটিবিলা, জনাব মনজুর আলম সাবেক সভাপতি পুটিবিলা ইউনিয়ন আওয়ামীলীগ,জনাব,শামশুল আলম সওদাগর সভাপতি পুটিবিলা কৃষকলীগ, মো:মিনহাজ উদ্দীন বিশিষ্ট পরিচন্নাতা রাজনৈতি বীদ পুটিবিলা লোহাগাড়া, মো:সাইফুল ইসলাম যুবলীগ নেতা,আ,ন,ম,আব্দুল্লাহ্ বাবলু,জাহাঙ্গীর আলম ডলার সভাপতি পুটিবিলা তাঁতীলীগ, যুবলীগনেতা লোহাগাড়া উপজেলা, আব্দুস সোবহান সভাপতি ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ পুটিবিলা, মনির আহমদ সভাপতি ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ পুটিবিলা, নুরুল ইসলাম সাধারন সম্পাদক ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ পুটিবিলা,,
সভায় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতৃবৃন্দ,,,

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com