ইসমাইল হোসেন সোহাগ, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
বান্দরবান লামা উপজেলার সরই ইউনিয়নের পুইট্যাঝিরি এলাকা থেকে (৭ ডিসেম্বর) রাত ১১.৩০ মিনিটের সময় সরই পুলিশ ফাঁড়ির (আই.সি) এস_আই_কাশেম_আলী,সঙ্গীয় ফোর্স-সহ তাকে গ্রেফতার করে। আটক-কৃত ব্যাক্তি মোঃ মিন্টু শেখ (৪০)সে সরই ইউনিয়নের পুইট্যাঝিরি এলাকার মো.কালু শেখ এর ছেলে।
সরই কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস.আই) কাসেম আলী বলেন, গত ২০১১ সালের জি.আর মামলা ৮৯/২০১১ সালের জুডিশিয়াল আদলত বান্দরবান এর ওয়ারেন্ট তালিকাভুক্ত আসামী মোঃ মিন্টু শেখ। উক্ত মামলায় আদালত তাকে গ্রেফতারের নির্দেশ প্রদান করে। মিন্টু শেখ মামলার পরে দীর্ঘদিন যাবৎ পালাতক ছিল বলে জানান। সদ্য গোপন সংবাদের ভিত্তিতে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির (আই সি) সংঙ্গীয় ফোর্স-সহ তাকে গ্রেফতার করা হয়। মিন্টু শেখের নামে লোহাগাড়া থানায়ও মামলা আছে বলে জানান।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশ অফিসার ইনচার্জ অপ্পেলা_রাজু_নাহা বলেন, তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।