কাইছার ইকবাল চৌধুরী, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গত ৬ ফেব্র“য়ারী (মঙ্গলবার) রাতে বিএনপি ও যুবদল নেতাকর্মীসহ সাজাপ্রাপ্ত ১৫ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, চরম্বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মৃত ইসলাম মিয়ার পুত্র মোঃ ইসমাইল (৪০), লোহাগাড়া সদরের পুরান থানা রোডস্থ নুরুল হুদার পুত্র মোঃ জাবেদ (২০), পুটিবিলা গোলাম মোহাম্মদ সিকদার পাড়ার নজির আহমদের পুত্র আবুল বাশার (৪০), চুনতি রাতারকুল এলাকার মৃত নুরুল কবিরের পুত্র মোঃ জকরিয়া (৪০), চুনতি সুফিনগরের মৃত বদিউল আলমের পুত্র রুহুল আমিন (৪৫)।
অন্যান্যরা হলেন, আমিরাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পুত্র মোঃ তৌহিদ (২৭), বিএনপি কর্মী যথাক্রমে চুনতি রাতারকুল এলাকার মৃত ফজলুর রহমানের পুত্র মোঃ ইলিয়াছ (২২), পশ্চিম আমিরাবাদ খৈয়রকূলের মৃত ইসলামের পুত্র মহিউদ্দিন (৩৮), গৌড়স্থান লাকড়ি পাড়ার আলী আহমদের পুত্র আবুল কাসেম (৩৭), চুনতি নারিশ্চার মৃত হাজী মনির আহমাদের পুত্র মোঃ নাছিম উদ্দিন (৩৮), যুবদল কর্মী যথাক্রমে আমিরাবাদ পুরাতন বিওসির মৃত ফজলুর রহমানের পুত্র মোঃ হাসান (৩০), পশ্চিম আমিরাবাদ খৈয়রকুলের আবদুল ছালামের পুত্র মোঃ আরমান (২৩), চুনতি নলবুনিয়ার হোসেন আহমদের পুত্র সাইফুল ইসলাম (৩০), গৌড়স্থান সিকদার পাড়ার আলী আকবরের পুত্র ওসমান গণি (৩০) ও এক বছরের সাজাপ্রাপ্ত গৌড়স্থান পুটিবিলার আবদুল ছোবহানের পুত্র মোঃ মোসলেম (৩০)।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করায় তাদের আটক করা হয়েছে বলে লোহাগাড়া থানা সূত্রে জানা গেছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানা যায়।