রাজীব চক্রবর্তী: বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
হিন্দুদের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী দেবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও হিন্দু অবমাননায় দ্বায়ে কথিত সাংবাদিক আনিস আলমগীর কে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য সম্মিলিত হিন্দুু জাগরণ মঞ্চ এর আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ আজ বিকেল ৩টায় চট্টগ্রামের চেরাগী পাহাড় চত্বরে অনুষ্ঠিত হয়।
মুর্হু মুর্হু শ্লোগনে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা। “লেগেছেরে লেগেছে,রক্তে আগুণ লেগেছে; কুরুক্ষেত্রের হাতিয়ার,গর্জে উঠুক আরেকবার।”
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সনাতনীদের রক্তে আগুণ লেগেছে। আবারো প্রতিহিত করার সময় এসে গেছে।
আমাদের মাকে যারা অপমান করবে,তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।
যতদিন আনিসের কঠিন শাস্তি হবে না,ততদিন আমরা রাজপথে আছি,থাকবো।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, অনতিবিলম্বে আনিস আলমগীরকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।
সমাবেশে বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।।