নগরীর হালিশহর থানাধীন ছোটপুল এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় আমিনুল ইসলাম রফিক (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হালিশহর থানার এসআই ইউনুস মিয়া বাংলানিউজকে জানান, নিহত রফিক নগরীর কোতোয়ালি থানাধীন জামালখান ওয়ার্ডের আসকার দীঘির পাড় এলাকার আবুল কালামের ছেলে। তিনি মোটরসাইকেল চালিয়ে হালিশহরের দিকে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগামী একটি ডাম্প ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই ইউনুস।