বিশিষ্ট লেখক, নারীনেত্রী ও মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফী পাচ্ছেন অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৪। শনিবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।
বিশেষ এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। মুখ্য আলোচক থাকবেন অধ্যাপক ফেরদৌস আরা আলীম। সভাপতিত্ব করবেন পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।
অনুষ্ঠানে আবৃত্তি করবে প্রমা আবৃত্তি সংগঠন। সংগীত পরিবেশন করবে উদীচী।