বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদরাসা শিক্ষক ও মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তারা হলেন- ক্সবাজার জেলার মহেশখালীর তাজর মুল্লুকের ছেলে মো. আবুল বশর (৩৫) ও কবির আহমদের ছেলে মো. বেলাল (২৯)। এদের মধ্যে আবুল বশর রামু হেদায়েতুল উলুম হেফজ খানার শিক্ষক ও বেলাল রামুর একটি মসজিদের মুয়াজ্জিন।
শুক্রবার রাতে স্টেশন রোডের হোটেল ম্যানিলার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুর রবের নেতৃত্বধীন একটি টিম স্টেশন রোডের হোটেল ম্যানিলার সামনে দুজনের কাছে থেকে ২৫০০ পিস করে মোট ৫ হাজার পিস ইয়াবাসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তারা জানিয়েছে, প্রতি হাজার ইয়াবা বহন করার জন্য তারা ১১ হাজার টাকা করে কমিশন পেতেন।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।