মাহমুদুলক হক চৌধুরী, (লোহাগাড়া) চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে জমা পড়েছে ৪ জন প্রার্থী।
মহিলা সংরক্ষিত আসন নং ১ এ জমা দিয়েছেন, বড়হাতিয়া ইউপি মেম্বার জয়নাব বেগম, এই আসনে আর কোন প্রার্থী নেই। সংরক্ষিত মহিলা আসন ২ এ প্রার্থী হয়েছেন ২জন, ১জন হচ্ছেন কলাউজান ইউপি মেম্বার জেসমিন আক্তার, অপরজন লোহাগাড়া ইউপি মেম্বার কহিনুর আক্তার।
সংরক্ষিত মহিলা আসন ৩ এ প্রার্থী হয়েছেন, আধুনগর ইউপি মেম্বার শিরিন আক্তার, এই আসনে আর কোন প্রার্থী নেই। এই নির্বাচনে ভোটার হচ্ছে প্রতিটি ইউনিয়নের মহিলা মেম্বাররা।
আমিরাবাদ, বড়হাতিয়া ও পদুয়া নিয়ে ১ নম্বর আসন, লোহাগাড়া, কলাউজান ও চরম্বানিয়ে ২নম্বর আসন, চুনতি, আধুনগর ও পুটিবিলা নিয়ে ৩নম্বর আসন করা হয়েছে। আগামী ১৭ই জানুয়ারী যাচাই-বাঁচাই শেষে লোহাগাড়া উপজেলা পরিষদে ৩ জন মহিলা সদস্য নির্বাচিত করা হবে।