, রোববার, ২৮ মে ২০২৩

রবিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০১-১৬ ০৫:৫৩:২১

‌লোহাগাড়া উপ‌জেলা প‌রিষ‌দে সংর‌ক্ষিত ম‌হিলা আস‌নে উপ-‌নির্বাচ‌নে ম‌নোনয়ন পত্র জমা দেন জেস‌মিন আক্তার

মাহমুদুলক হক চৌধ‌ুরী, (লোহাগাড়া) চট্টগ্রাম।

চট্টগ্রা‌মের লোহাগাড়া উপজেলা প‌রিষ‌দের সংর‌ক্ষিত ম‌হিলা আস‌নে উপ-‌নির্বাচ‌নে ম‌নোনয়ন পত্র জমাদা‌নের শেষ দি‌নে জমা পড়ে‌ছে ৪ জন প্রার্থী।

ম‌হিলা সংরক্ষিত আসন নং ১ এ জমা দি‌য়ে‌ছেন, বড়হা‌তিয়া ইউপি মেম্বার জয়নাব বেগম, এই আস‌নে আর কোন প্রার্থী নেই। সংর‌ক্ষিত ম‌হিলা আসন ২ এ প্রার্থী হ‌য়ে‌ছেন ২জন, ১জন হ‌চ্ছেন কলাউজান ইউ‌পি মেম্বার জেস‌মিন আক্তার, অপরজন লোহাগাড়া ইউ‌পি মেম্বার ক‌হিনুর আক্তার।

সংর‌ক্ষিত ম‌হিলা আসন ৩ এ প্রার্থী হ‌য়ে‌ছেন, আধুনগর ইউ‌পি মেম্বার শি‌রিন আক্তার, এই আস‌নে আর কোন প্রার্থী নেই। এই নির্বাচ‌নে ভোটার হ‌চ্ছে প্র‌তি‌টি ইউ‌নিয়‌নের ম‌হিলা মেম্বাররা।

আ‌মিরাবাদ, বড়হা‌তিয়া ও পদুয়া নি‌য়ে ১ নম্বর আসন, লোহাগাড়া, কলাউজান ও চরম্বানি‌য়ে ২নম্বর আসন, চুন‌তি, আধুনগর ও পু‌টি‌বিলা নি‌য়ে ৩নম্বর আসন করা হ‌য়ে‌ছে। আগামী ১৭ই জানুয়‌ারী যাচাই-বাঁচাই শে‌ষে লোহাগাড়া উপ‌জেলা প‌রিষ‌দে ৩ জন ম‌হিলা সদস্য নির্বা‌চিত করা হ‌বে।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com