, মঙ্গলবার, ৬ জুন ২০২৩

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৭-০১ ০৫:০৮:৩৩

বাঁশখালীতে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে দুই নবজাতকের মরদেহ

বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে সদ্য ভূমিষ্ঠ দুটি নবজাতকের মরদেহ পাওয়া গেছে।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মরদেহ দুটি পাওয়া যায় বলে জানিয়ে বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দিন হীরা বলেন, নির্মাণাধীন বাড়িটিতে কেউ থাকেন না। এখনো থাকার মতো অবস্থা হয়নি সেখানে। কেউ অন্য জায়গা থেকে এনে নবজাতক দুটির মরদেহ এখানে রেখে গেছে। নির্মাণাধীন ওই বাড়ির পাশে আরেকটি বাড়ি আছে। সেখানকার লোকজন প্রথমে ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে সেটি উদ্ধার করতে গিয়ে আরেকটি পাওয়া যায়।’

ওসি বলেন, সদ্য ভূমিষ্ঠ নবজাতক দুটি যমজ ছেলে। এ ব্যাপারে তদন্ত চলছে।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com