বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডেস্ক:
রাজধানীর কাফরুলে জাহিদুল ইসলাম জালাল (৩৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ২১৫/১ ইব্রাহিমপুর এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে কাফরুল থানার পুলিশ। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে, ঢাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছি।
এই পুলিশ কর্মকর্তা বলেন, কী কারণে জাহিদুল ইসলাম আত্মহত্যা করেছেন আমরা তা নিশ্চিত না। তবে প্রাথমিকভাবে পারবারিক কলহে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।