, মঙ্গলবার, ৬ জুন ২০২৩

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০১-০৮ ১৬:০৮:৩০

লোহাগাড়ার কলাউজান ইউনিয়নে ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭-১৮ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

[review]কাইছার ইকবাল চৌধুরী, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম

লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে উত্তর কলাউজান মিয়াজান মাস্টার পাড়া সমবায় সমিতির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭-১৮ইং এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার বিকাল ৪টায় মিয়াজান মাস্টার পাড়া মাঠে খেলাটির আয়োজন করা হয়।

কলাউজান ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক ও বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী কাইছার ইকবাল চৌধুরী।

এছাড়াও খেলায় বিশেষ অতিথি ছিলেন কলাউজান ইউনিয়নের ১নং ওয়ার্ডের সফল ইউপি সদস্য ও যুবলীগ নেতা মো: সালাউদ্দীন শিকদার, গেস্ট অব অনার ছিলেন বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনালের পরিচালক মো: আবছার উদ্দীন।

এইচ.পি. ক্রিকেট একাদশ বনাম আঁরা লোহাগাইরগ্যা নামে এই দুই দল অাজকের সেমিফাইনালে অংশগ্রহণ করে। খেলায় আঁরা লোহাগাইরগ্যা দল প্রথম ব্যাট করতে মাঠে নেমে ৮২রানে টার্গেট দিলে পরবর্তীতে এইচ.পি. ক্রিকেট দল আঁরা লোহাগাইরগ্যা দলকে পাঁচ ওভারে বিনা উইকেটে হারিয়ে খেলায় জয় লাভ করে।

অন্যদিকে ধারাভাষ্যকার মো: জামাল উদ্দীন ও এরশাদের সঞ্চালনায় খেলায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ডা: আবু তৈয়ব, শিক্ষক মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com