কাইছার ইকবাল চৌধুরী, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় জাতীয় দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটানটির আয়োজন করা হয়।
দৈনিক ইত্তেফাকের লোহাগাড়া প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব আলম, বিশেষ অতিথি হিসেবে লোহাগাড়া থানার ওসি মো: শাহজাহান পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা সেক্টর কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, যুদ্ধকালীন কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জুনাইদ ও উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাবুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
তথ্য সূত্রে জানাযায় যে, ১৯৫৩ সালের ২৪শে ডিসেম্বর দৈনিক ইত্তেপাক পত্রিকা প্রথম প্রকাশিত হয়। সে সময় থেকে হাঁটি হাঁটি পা-পা করে আজ এতদূর। মুক্তিযোদ্ধে দৈনিক ইত্তেফাক পত্রিকার ভূমিকা ব্যাপক বলে মন্তব্য করেন অনুষ্ঠানের বক্তারা।
সাংবাদিক রায়হান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা রফিক দিদার, লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কাইছার হামিদ, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল জনি, সাতকানিয়ার দৈনিক ইত্তেফাক প্রতিনিধি দিদারুল আলম, লোহাগাড়া নিউজ টুয়েন্টি ফোর ডট কমের সম্পাদক অধ্যাপক আবদুল খালেক, বঙ্গনিউজ টুয়েন্টি ফোর ডট কমের নির্বাহী সম্পাদক কাইছার ইকবাল চৌধুরী, সাংবাদিক আবদুল জব্বার, এরশাদ আলম, এমএইচ রাব্বী।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী ইসহাক, ইউপি সদস্য সালাউদ্দিন সিকদার, শিল্পী মৃদুল শীল, গীতিকার মিজানুর রহমান, হৃদয় ও বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ আরো অনেকে। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।