বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডেস্ক:
চট্টগ্রাম জেলার সীতাকুন্ডের শুকলালহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে মামুন (২৬) নামে এক যুবকের দেহ খন্ড খন্ড বিভক্ত হয়ে গেছে। আজ (১২ মে) শনিবার সন্ধ্যা ৬ টার সময় এই ঘটনা ঘটে।
তার বাড়ী চট্টগ্রাম বাংলাবাজার শেরে কলোনী এলাকায় বলে জানা গেছে। সে সীতাকুন্ডে একটি রিরোলিং মিলে ইলেক্ট্রিক এর কাজ করতে এসেছিল।
প্রত্যক্ষদর্শী মিলন জানান, নিহত ব্যক্তি রেল লাইনে বসে ভিডিও কলে কথা বলছিলেন। এসময় ঢাকামুখী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তার দেহ খন্ড হয়ে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। পরে স্থানীয়রা পুলিশকে জানালে লাশটি উদ্ধার করে।
সীতাকুন্ড রেলওয়ে পুলিশের এসআই দেলোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশটিকে উদ্ধার করেছি। তার কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। সে সূত্র ধরে স্থানীয়রা তার পরিবারের সাথে যোগাযোগ করেছে। তার আত্বীয় স্বজন আসলে লাশটি তাদের বুঝিয়ে দিব।