বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডেস্ক:
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ৬ষ্ঠ সমাবর্তনে নোবেলজয়ী ইয়েমেনি নাগরিক তাওয়াক্কুল কারমান বলেছেন, ‘আগে নিজের দেশকে সেবা করতে হবে। নেতৃত্ব দিতে হবে। এছাড়াও প্রতিটি মানুষকে স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে ছুটতে হবে।’
এর আগে তিনি ‘অামি বাংলাদেশকে ভালবাসি’ ও ‘জয় বাংলা’ বলে বক্তব্য শুরু করেন।
চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে শনিবার (১২ মে) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্যে তাওয়াক্কুল বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাস, দুর্নীতি, অবিচার চলছে। নির্বিচারের মানুষ হত্যা করছে সন্ত্রাসীরা। এগুলো রুখে দিতে হবে। শান্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এবারে এইউডব্লিউ’র সদ্য গ্র্যাজুয়েট ১৬৯ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেয়া হয়। এছাড়াও ছয়জন শিক্ষার্থীকে ভালো ফলাফল অর্জনের জন্য স্কলারশিপ দেয়া হয়।
সমাবর্তনে উপস্থিত ছিলেন এইউডব্লিউ’র চ্যান্সেলর শেরি ব্লেয়ার, ভাইস চ্যান্সেলর নির্মালা রাও, প্রতিষ্ঠাতা কামাল আহমেদ, বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান ও সংসদ সদস্য ডা. দিপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. মাহমুদ অালী প্রমুখ।
সমাবর্তনে নোবেলজয়ী মানবাধিকার কর্মী ও সাংবাদিক তাওয়াক্কুল কারমান এবং বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরাগেলদিনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।
দশ বছর পূর্তি ও সমাবর্তন উপলক্ষে শুক্রবার (১১ মে) দুই দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয়। প্রথমদিন সভা-সেমিনার অনুষ্ঠিত হয়।