বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডেস্ক:
কেরানীগঞ্জের বাবুগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি গাড়ি জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার বিকেল ৩টার দিকে ইয়াবাসহ ইমরানুল ও সাইদুলকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ঢাকা মেট্রো) সহকারী পরিচালক (এডি) খুরশিদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। আজ বিকেল ৫টায় রাজধানীর ৪৪১ তেজগাঁওস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।