নিউজ ডেস্ক, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভি চট্টগ্রাম বিভাগীয় প্রধান পদে যোগদান করেছেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিন প্রকাশক আয়ান শর্মা। “হৃদয়ের কথা বলে” শ্লোগানকে ধারণ করে গত ১১ মার্চ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আনন্দ টিভি। নিয়মিত সংবাদের প্রচারের পাশাপাশি প্রতিদিনের চট্টগ্রাম সংবাদ নিয়ে বিশেষ আয়োজন ‘চট্টগ্রাম প্রতিদিন’ এবং চট্টগ্রাম থেকে প্রতিদিনের টকশো সম্প্রচারে চট্টগ্রাম বিভাগীয় প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আনন্দ টিভিতে যোগদানের আগে তিনি দৈনিক আমাদের সময়, দৈনিক বর্তমান, দৈনিক আমাদের অর্থনীতি, এশিয়ান টেলিভিশন, মোহনা টিভি, মাই টিভি, এবিনিউজ টুয়েন্টিফোর ডট কম, আমাদের সময় ডট কম এর ব্যুরো প্রধান পদে দায়িত্বে ছিলেন।
আয়ান শর্মা চট্টগ্রাম বিভাগীয় প্রধান হিসেবে আনন্দ টিভিতে যোগদান করায় বঙ্গনিউজটোয়েন্টিফোর ডটকম ও বঙ্গ টিভি পরিবারের পক্ষথেকে অভিনন্দন ও শুভকামনা।