, রোববার, ১১ জুন ২০২৩

রবিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১২-১০ ১১:০০:৫০

উড়ন্ত বিমানে ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’খ্যাত নায়িকা জায়রা ওয়াসিমের শ্লীলতাহানি

নিউজ ডেস্ক,বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.

উড়ন্ত বিমানে শ্লীলতাহানির শিকার হয়েছেন ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’খ্যাত নায়িকা জায়রা ওয়াসিম।

সম্প্রতি দিল্লি থেকে মুম্বাই যাওয়ার বিমানে তার শ্লীলতাহানি করা হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরেন জায়রা। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া ভিডিওবার্তায় জায়রা অভিযোগ করেন, বিমানে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় এক ব্যক্তি তার গলা চেপে ধরে খারাপ উদ্দেশ্যে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। এ সময় জায়রা ওই ব্যক্তির ছবি তুলে রাখার চেষ্টা করেন, কিন্তু বিমানের স্বল্প আলোয় তা সম্ভব হয়নি।

এর পরই ইনস্টাগ্রামে ঘটনার কথা শেয়ার করেন দঙ্গলকন্যা। তিনি প্রশ্ন রাখেন- ‘এভাবে আপনারা মহিলাদের সুরক্ষা দেন?’

এদিকে ঘটনা প্রকাশ্যে আসার পর আলোড়ন শুরু হয়েছে বিভিন্ন মহলে। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বলিমহল।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com