নিউজ ডেস্ক, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
শবে মিরাজধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ও যথাযথ মর্যাদায় মুসলিম বিশ্বের সঙ্গে এ দেশের ধর্মপ্রাণ মুসলমানরাও কোরানখানি, নফল নামাজ, জিকির-আসকার, ওয়াজ মাহফিল, দোয়া-দরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবে মিরাজ পালন করছেন।
গত ২০ মার্চ থেকে রজব মাস গণনা শুরু হয়েছে। সে অনুযায়ী ১৪ এপ্রিল শনিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল মিরাজ বা শবে মিরাজ পালিত হচ্ছে।
ইসলাম ধর্মমতে যে রাতে ইসলামের নবী মুহাম্মদের (সা.) ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং স্রষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেটি লাইলাতুল মিরাজ বা মিরাজের রজনী, যা শবে মিরাজ হিসেবে পরিচিত।
ইসলামের ইতিহাস অনুযায়ী হজরত মুহাম্মদের (সা.) নবুওয়াত প্রাপ্তির একাদশ বৎসরের (৬২০ খ্রিষ্টাব্দ) রজব মাসের ২৬ তারিখের দিবাগত রাতে হযরত জিব্রাঈল (আ.)-এর সঙ্গে পবিত্র কাবা হতে পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তাকাশের উপর আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টি জগতের সবকিছুর অপার রহস্য। বাসস।