, বুধবার, ২২ মার্চ ২০২৩

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৪-১১ ১২:৩৩:২৭

জয়ের খোঁজে মরিয়া দিল্লি -রাজস্থান

নিউজ ডেস্ক, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.

সময় খুব একটা ভালো যাচ্ছে না আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের। এর চেয়েও খারাপ অবস্থায় রয়েছে ভারতের রাজধানীর দল দিল্লি ডেয়ারডেভিলস। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে দুই দলই। দুই বছর পর আইপিএলে ফিরে সানরাইজার্স হায়দরবাদের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরে যায় রাজস্থান। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে লোকেশ রাহুল ঝড়ে উড়ে যায় দিল্লি ডেয়ারডেভিলস।

নিজেদের প্রথম ম্যাচই অতিথি হয়ে প্রতিপক্ষের মাঠে খেলে দিল্লি এবং রাজস্থান। তবে বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে খেলার সুযোগ পেয়ে গেল আইপিএলের প্রথম শিরোপাধারীরা। তাদের প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস। নিজেদের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচও অতিথি হয়েই খেলবেন গম্ভীর-ম্যাক্সওয়েলরা।

তবে দুই দলেরই লক্ষ্য অভিন্ন! আসরের প্রথম জয় তুলে নেয়া। দুই বছর বিরতির পর আইপিএলে ফিরে হায়দরাবাদের বোলিংয়ের বিপক্ষে জবাবই খুঁজে পায়নি রাজস্থানের ব্যাটসম্যানরা। অন্যদিকে ব্যাটসম্যানরা ভালো করলেও, পাঞ্জাবের ওপেনার রাহুলের ১৫ বলের তাণ্ডবেই দিশেহারা হয়ে যায় দিল্লি। ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।

দীর্ঘ দুই বছর পর ঘরের মাঠে ফেরায় ঘরের সমর্থকদের নিরলস সমর্থন অপেক্ষা করছে রাজস্থানের সামনে। সে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দিল্লি। তবে দিল্লির আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে ঋশাভ পান্ত, গৌতম গম্ভীরদের ফর্ম, মুনরো-ম্যাক্সওয়েলদের ঝড়ো ব্যাটিং।

বল হাতে রাজস্থানকে কাঁপিয়ে দেয়ার অপেক্ষায় রয়েছেন ট্রেন্ট বোল্ট-অমিত মিশ্র-ক্রিস মরিস’রা। জবাবে রাজস্থানেরও শক্তির জায়গাটা তাদের বোলিংই। দেশি জয়দেব উনাদকাট, ধাওয়াল কুলকার্নিদের সাথে বিদেশি বেন স্টোকস-বেন লাফলিনদের নিয়ে গড়া বোলিং ডিপার্টমেন্টও বেশ সমীহ জাগানিয়া।

এই ম্যাচ দিয়ে নিজের আইপিএল ক্যারিয়ারে দেড়শ ম্যাচের মাইলফলক ছুঁতে যাচ্ছেন দিল্লির অধিনায়ক গৌতম গম্ভীর। নিজের এমন মাইলফলকের ম্যাচটিকে জয় দিয়েই রাঙিয়ে রাখতে চাইবেন তিনি। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় জয়পুরের সাও মানসিং স্টেডিয়ামে নিজেদের প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে দিল্লি এবং রাজস্থান।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com