, রোববার, ২ এপ্রিল ২০২৩

রবিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৪-০৮ ১০:২২:০২

একঘরে করতে হবে বিএনপিকে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া নারী উন্নয়নবিরোধী ও নির্যাতনকারীদের সঙ্গী। আর শেখ হাসিনা নারী উন্নয়নের পক্ষে। তিনি নারীদের উন্নয়ন ও স্বার্থরক্ষা করেছেন।

তিনি বলেন, ধর্মের মুখোশধারী, উন্নয়নবিরোধী শক্তির লালন-পালনকারী ওরা। সুতরাং খালেদা জিয়া ও বিএনপিকে সমাজ ও রাজনীতির মাঠ থেকে একঘরে করতে হবে।

রোববার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজ মাঠে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

নারী সমাবেশে এছাড়া উপস্থিত ছিলেন- জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রীনা, জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, ওবায়দুর রহমান চুন্নু ও সহ-সভাপতি শফিউদ্দিন মোল্লা প্রমুখ।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com