রানা সাত্তার, আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারা উপজেলা থানা পুলিশের তৎপরতায় ১৮৯ বোতল বিদেশী বিয়ারসহ দুজনকে আটক করা হয়। আজ (১ এপ্রিল ২০১৮) রবিবার উপজেলার আনোয়ারা থানাধীন রায়পুর ইউনিয়নের খোর্দ্দগহিরার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ হেলাল সাগরের বসত বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খোর্দ্দগহিরার ৩নং রায়পুর, মোঃ রুবেল (২৬) পিতা মৃত, মোঃ ছালাম এবং মিনহাজ উদ্দিন (১৮) পিতা, আঃ শুক্কুর। এছাড়াও অবৈধ বিয়ার চালানের সাথে জড়িত দুজন আসামী পালিয়ে যায়। তারা হলেন মোঃ কামাল(৩০) ও মোঃ হেলাল প্রকাশ সাগর (১৮)।
এব্যপারে আনোয়ারা থানায় যোগাযোগ করা হলে এএসআই রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করেন। কর্তব্যরত অফিসার রেজাউল করিম বলেন গোপন সংবাদের ভিত্ততে আনোয়ারা থানার মাহাবুব মিলকী (পুলিশ পরিদর্শক তদন্ত) স্যারের নেতৃত্বে আমি (এএসআই রেজাউল করিম) ও সঙ্গীয় পুলিশের টিম সফল অভিযান পরিচালনা করে ১৮৯ বোতল বিদেশী বিয়ার সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও আসামীদের আটক করা হয়। এবং পলাতক আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরোদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। আগামীকাল তাদের চালান দেয়া হবে।