কাইছার ইকবাল চৌধুরী, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
ইসলামী শরীআহ্ ভিত্তিক পরিচালিত ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে লোহাগাড়া শাখার উদ্যোগে খতমে কোরআান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ ১লা এপ্রিল বিকেল ৪টায় শাখা কার্যালয়ে খতমে কোরআনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়।
লোহাগাড়া শাখা ব্যবস্থাপক মো: আবু মূসার আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহাব উদ্দীন চৌধুরী,দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বিশেষ প্রতিনিধি কাইছার হামিদ,এশিয়ান টিভির(সাতকানিয়া-লোহাগাড়া)প্রতিনিধি আব্দুল আওয়াল জনি,বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক কাইছার ইকবাল চৌধুরী,আনন্দ টিভির(সাতকানিয়া-লোহাগাড়া)প্রতিনিধি সাত্তার সিকদার,দিনবাংলা ডটকমের লোহাগাড়া প্রতিনিধি মো: এরশাদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী,গ্রাহকবৃন্দ,শাখার ব্যাংক কর্মকর্তাবৃন্দ,শিক্ষক ও আলেমগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান আয়োজন করা হলেও পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
২০১৩ সালের ১লা এপ্রিল ইসলামী শরীআহ্ ভিত্তিক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে ইউনিয়ন ব্যাংক লিমিটেড যাত্রা শুরু করেছিল বলে প্রতিবেদককে জানিয়েছেন লোহাগাড়া শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবু মূসা। গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর বলেও জানান তিনি।