, রোববার, ১১ জুন ২০২৩

রবিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১২-০৮ ১০:০৬:৪০

নাকে খত দিয়ে নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক,বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরনো ছবি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির নাকে খত দিয়ে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। বরং সব দলকে নির্বাচনে নিয়ে আসা সরকারের দায়।

রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে চীনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ফখরুল এসব কথা বলেন।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে চীনের প্রতিনিধিদের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

বৈঠকে দলের মহাসচিব ছাড়া স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ অংশ নেন।

বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কম্বোডিয়া সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বলেন, নাকে খত দিয়ে বিএনপি নির্বাচনে আসবে।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com