, সোমবার, ২৯ মে ২০২৩

সোমবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৩-৩১ ০৭:১৮:৩২

এপ্রিলকে ‘জাতীয় যৌন নিপীড়ন প্রতিরোধ’ মাস হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প

নিউজ ডেস্ক, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.

যৌন হয়রানির ডজনের বেশি অভিযোগের মুখে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের এপ্রিলকে যুক্তরাষ্ট্রে ‘জাতীয় যৌন নিপীড়ন প্রতিরোধ’ মাস হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন।

যৌন সহিংসতার মতো ঘটনার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এবং তা প্রতিরোধে কাজ করার অঙ্গীকার থেকে শুক্রবার হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রেসিডেন্টের এই ঘোষণার কথা জানানো হয়।

ঘোষণায় ট্রাম্প বলেন, “সমাজ থেকে যৌন সহিংসতা উপড়ে ফেলতে আমাদের কাজ করতে হবে;ঘরে ও কর্মস্থলে নিরাপদ সম্পর্ক গড়ে তুলতে হবে।”

যৌন নিপীড়নের শিকারদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সেই বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যের কথাও জানিয়েছেন ট্রাম্প।

এই ঘোষণা দেওয়া ট্রাম্পের বিরুদ্ধে অন্তত ১৫ জন নারী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন; তবে ট্রাম্প সব অভিযোগই ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন।

শুধু ট্রাম্পই নয়,স্ত্রী নির্যাতনের অভিযোগ ওঠার পর গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করতে হয়েছে তার সেক্রেটারি রব পোর্টারকেও।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com