নিউজ ডেস্ক,বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
রাজধানীর বনানীস্থ আর্মি শ্যূটিং রেঞ্জে আজ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যূটিং ও আইজি কাপ প্রতিযোগিতা ২০১৭ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর আগে গতকাল বুধবার প্রতিযোগিতার ৯টি ইভেন্ট বনানীস্থ আর্মি শ্যূটিং রেঞ্জে শেষ হয়েছে। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের শ্যূটাররা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। স্পেশাল ব্রাঞ্চের এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশের শ্যূটাররা এবং আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় .১৭৭ এয়ার রাইফেল ওপেন সাইট ১০ মিটার (পুরুষ) ইভেন্টে ৫ম এপিবিএন এর কনস্টবল মোঃ মাসুদ রানা ১ম স্থান, এসবি’র কনস্টবল মোঃ সারোয়ার হোসেন ২য় স্থান ও ৮ম এপিবিএন এর কনস্টবল বিশ^জিৎ ঘোষ ৩য় স্থান অর্জন করেন। একই ইভেন্টে মহিলাদের মধ্যে ১১ এপিবিএন’র এএসআই সাজেদা ১ম স্থান, আরআরএফ, ঢাকার নারী কনস্টবল রুপা আক্তার ২য় স্থান ও আরআরএফ, ঢাকার নারী কনস্টবল রুনা আক্তার ৩য় স্থান অর্জন করেন।
.১৭৭ এয়ার পিস্তল ১০ মিটার (পুরুষ) ইভেন্টে আরআরএফ, ঢাকার কনস্টবল মোঃ শাহরিয়ার আহম্মেদ ১ম স্থান, পিবিআই, ঢাকার বিশেষ পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল ২য় স্থান ও এসবি’র কনস্টবল মোঃ সারোয়ার হোসেন ৩য় স্থান অর্জন করেন। একই ইভেন্টে মহিলাদের মধ্যে আরআরএফ, ঢাকার নারী কনস্টবল রুনা আক্তার ১ম স্থান, ১১ এপিবিএন’র এএসআই সাজেদা ২য় স্থান ও এসবি’র এএসআই ইসমত আরা ৩য় স্থান অর্জন করেন।
.২২ বোর রাইফেল ওপেন সাইট ৫০ মিটার (পুরুষ) ইভেন্টে র্যাবের মেজর এস এম সুদীপ্ত শাহীন ১ম স্থান, এসবি’র কনস্টবল মোঃ সারোয়ার হোসেন ২য় স্থান ও র্যাব-৫ এর মেজর এ এম আশরাফুল ইসলাম ৩য় স্থান অর্জন করেন। একই ইভেন্টে মহিলাদের মধ্যে এসবি’র এএসআই ইসমত আরা ১ম স্থান, ১১ এপিবিএন’র এএসআই নিলীমা আক্তার ২য় স্থান ও পুলিশ হেডকোয়ার্টার্স’র অতিরিক্ত পুলিশ সুপার মুক্তা ধর ৩য় স্থান অর্জন করেন।
.২২ বোর পিস্তল/রিভলভার ২৫ মিটার (পুরুষ) ইভেন্টে র্যাব-১০ এর মেজর মোঃ মনজুর মোর্শেদ ১ম স্থান, র্যাব হেডকোয়ার্টার্সের মেজর সুদীপ্ত শাহীন ২য় স্থান ও এসবি’র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মনিরুল গণি ৩য় স্থান অর্জন করেন। একই ইভেন্টে মহিলাদের মধ্যে এসবি’র এএসআই ইসমত আরা ১ম স্থান, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তা ধর, ২য় স্থান ও এসবি’র এএসআই শাহানারা আক্তার ৩য় স্থান অর্জন করেন।
প্রতিযোগিতায় প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট (পুরুষ) হওয়ার গৌরব অর্জন করেন এসবি’র কনস্টবল মোঃ সারোয়ার হোসেন এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট (মহিলা) হওয়ার গৌরব অর্জন করেন এসবি’র এএসআই ইসমত আরা।
প্রতিযোগিতায় আইজি কাপ ২০১৭ এর দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয় এসবি দল এবং রানার্স আপ হয় র্যাব দল। এসবি দলের সদস্যরা হচ্ছেন বিশেষ পুলিশ সুপার আব্দুল কুদ্দুস, বিশেষ পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং ইন্সপেক্টর মোঃ মনিরুল গনি। র্যাব দলের সদস্যরা হচ্ছেন লেঃ কর্নেল সৈয়দ নজরুল ইসলাম, মেজর মোঃ সাহল আহমেদ এবং মেজর এস এম সুদীপ্ত শাহীন।
সূত্রঃ-ডিএমপি নিউজ